Bengal Media

"Your Voice, Your News"

লাউদোহা বালিজুরি বাইপাস রাস্তার কাজের শুভারম্ভ বিধায়কের।


















পাণ্ডবেশ্বর- প্রায়৫৯ লক্ষ্ টাকা ব্যয়ে লাউদোহার বালিজুরি ও বনগ্রাম বাইপাস রাস্তার কাজের শুভারম্ভ করলেন বিধায়ক নরেন্দ্রনাথ চক্রবর্তী। প্রবল বর্ষণে ক্ষতিগ্রস্ত হয় পাণ্ডবেশ্বর বিধানসভার বিভিন্ন রাস্তা, বিধায়ক কথা দিয়েছিলেন পাণ্ডবেশ্বর বিধানসভার প্রত্যেকটি রাস্তা সারায়ের কাজ সম্পন্ন হবে। সেই মোতাবেক পাণ্ডবেশ্বর বিধানসভার প্রত্যেকটি অঞ্চলে অঞ্চলে চলছে রাস্তা মেরামতের কাজ। প্রবল বৃষ্টিপাতের ফলে এই বনগ্রাম লাউদোহা গ্রাম বাইপাস রাস্তাটি ক্ষতিগ্রস্ত হয়। অনুষ্ঠানে বিধায়ক ছাড়াও উপস্থিত ছিলেন জেলা পরিষদের কর্মদক্ষ সুজিত মুখার্জি, চুমকি মুখার্জি সহ বিভিন্ন গ্রামবাসীগণ।
 উদ্বোধন প্রসঙ্গে বিধায়ক বলেন, পাণ্ডবেশ্বর এ কুৎসা নয় উন্নয়ন হয়। পাণ্ডবেশ্বর বিধানসভার প্রত্যেকটি রাস্তা ধীরে ধীরে মেরামতির কাজ সম্পন্ন হয়ে যাবে। আমাদের একটি মূলমন্ত্র, উন্নয়নে পাণ্ডবেশ্বর এগিয়ে পাণ্ডবেশ্বর।
লাউদোহা বালিজুরি বাইপাস রাস্তার কাজের শুভারম্ভ বিধায়কের। লাউদোহা বালিজুরি বাইপাস রাস্তার কাজের শুভারম্ভ বিধায়কের। Reviewed by Bengal Media on January 06, 2026 Rating: 5

No comments:

Home Ads

Powered by Blogger.